দেবিদ্বারে প্রবাসীর বিরুদ্ধে সম্পত্তি ও অর্থ আত্মসাতের ঘটনায় থানায় অভিযোগ
Published : Monday, 6 December, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে আলাউদ্দিন নামের এক ডেনমার্ক প্রবাসীর বিরুদ্ধে সম্পত্তি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার বিকালে প্রবাসী তৌহিদুর রহমানের স্ত্রী মোসা. শারমিন আক্তার দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার রাজামেহার ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার ডেনমার্ক প্রবাসী মো.আলাউদ্দিন ও সৌদী প্রবাসী তৌহিদুর রহমার যৌথ অর্থে নিজ বাড়ি সংলগ্নে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেন। পরে মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ দেখা দিলে উভয় বিচার শালিস ডাকেন পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ৪৫ লক্ষ টাকা ভবনের খরচ বাবদ আলাউদ্দিন ফেরত দিয়ে নিজে একক মালিকানা বুঝে নিবে। পরে শালিসের সিদ্ধান্ত মোতাবেক আলাউদ্দিন ১৬ লক্ষ টাকার জমি রেজিস্ট্রি ও নগদ ১০ লক্ষ টাকাসহ মোট ২৬ লক্ষ টাকা পরিশোধ করেন। বাকি ১৯ লক্ষ টাকা চলতি বছরের ৩০ মার্চ পরিশোধ করবে জানিয়ে গ্রামের সকলের উপস্থিতিতে সাদা কাগজে স্বাক্ষর দেন। পরে টাকা পরিশোধের তারিখ পার হলেও আলাউদ্দিন টাকা দিতে কালক্ষেপন করছে। এদিকে, পুরো টাকা পরিশোধ করার আগেই সরল বিশ্বাসে ছোট ভাই আলাউদ্দিনের নামে বাড়ির একক মালিকানার দলিল বুঝিয়ে দেন তৌহিদুর রহমান।
তৌহিদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার জানান, আমি আমার শিশু সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। তারা যেকোন মুহুর্তে আমাদের মেরে ফেলতে পারে আমি থানায় অভিযোগি করেছি। তারা এর আগেও কয়েকবার আমার ও আমার সন্তানদের ওপর হামলা করেছে। নিজেরা বাড়ি ঘর ভাঙচুর করে ৯৯৯ ফোন করে বাড়িতে পুলিশ নিয়ে এসেছে। তারা আমাদের হত্যার হুমকিও দিয়েছে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তৌহিদুর রহমান জানান, আমি বাড়ির নির্মাণ বাবদ বাকি ১৯ লাখ, ডেনমার্ক যাওয়ার সময় আলাউদ্দিনকে ধার দেওয়া ২৬ লাখ এবং আমার বোনের রাখা চার লাখসহ মোট ৪৯ লাখ টাকা পাওনা। তারা টাকা না দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে আমাদের বিরুদ্ধে। আমি সমাজ ও রাষ্ট্রের কাছে আমার স্ত্রী সন্তানের নিরাপত্তা চাই। এ ব্যাপারে অভিযুক্ত বোন জাহানারা বেগমের মোবাইল ফোনের মাধ্যমে তৌহিদ ও আলাউদ্দিন আপনার কি হয় জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে লাইন কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন। স্থানীয় মো. জসিম উদ্দিন সরকার বলেন, গ্রামবাসীর উপস্থিতিতে ৪৫ লক্ষ টাকা পরিশোধ করার কথা বলে বড় ভাই থেকে বাড়ির একক মালিকানার দলিল নিয়ে নেন আলাউদ্দিন। পরে সম্পদ ও নগদ অর্থ মিলে ২৬ লক্ষ টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দেওয়ায় দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আর এই বিরোধের মূল কারণ তাদের বোন জাহানারা বেগম ও তার স্বামী শহিদুল ইসলাম। এ দুইজনই মূলত দুই ভাইয়ের মধ্যে বিরোধের মূল কারণ।
স্থানীয় ইউপি সদস্য মো.নজরুল ইসলাম জানান, এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কোন সময় দুই পরিবারের মাঝে বিরোধ আরও চরম আকার ধারন করতে পারে।এর মূল কারণতাদের বোন ও তার স্বামী। এ দুজনই আলাউদ্দিনকে বিভিন্ন কুপরামর্শ দেন। যার কারণে দুই ভাইয়ের মধ্যে এক বিরোধ। আলাউদ্দিনের কাছে বাড়ির টাকা বাবদ ১৯ লক্ষ টাকা পাবে এলাকার সবাই জানে। কিন্তু এই বোন ও তার স্বামীর কুপরামর্শে আলাউদ্দিন টাকা দিতে গড়িমশি করছে। স্থানীয়ভাবে একাধিক শালিস করেও তার সমাধান করা যায়নি। দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।