দেবীদ্বার হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
৪ ডিসেম্বর দেবীদ্বার হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বস্তরের নাগরিকদের নিয়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল, নিউমার্কেটে ‘স্বাধীনতা চত্বর’ ও শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে অবস্থিত ‘গনকবরে’ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়াামীলীগ, উপজেলা পরিষদ, কমিউনিস্ট পার্টি, মহিলা আওয়ামী লীগ, পৌরসভা, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ। পরে একটি র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার'র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান বাবুল ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ গোলাম নবী খান, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাজী মোসলেম উদ্দিন মানিক, প্রভাষক সাইফুল ইসলাম শামীম, মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজিনা আক্তার প্রমুখ।