সন্তান কোলে নিয়ে ক্লাস করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক। রোববার (২৮ নভেম্বর) বেলা ১১টায় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মারুফ হাসান তার সন্তানকে কোলে নিয়ে ১২তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস নেন। এতে প্রশংসায় ভাসছেন ওই শিক্ষক।
শিক্ষার্থীরা জানান, সন্তানকে কোলে নিয়ে টানা এক ঘণ্টা ক্লাস করেন শিক্ষক মারুফ হাসান। তার স্ত্রী চাকরির ট্রেইনিংয়ের কাজে ব্যস্ত থাকায় সন্তানকে নিয়ে ক্লাসে আসেন ওই শিক্ষক।
ক্লাসে উপস্থিত ছিলেন গণিত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আলী আহমেদ শ্রাবণ। তিনি বলেন, ‘স্যার যখন সন্তান কোলে নিয়ে ক্লাসে প্রবেশ করেন তখন আমরা সবাই হতভম্ব হয়ে যাই। তিনি চাইলে ছুটি নিতে পারতেন। তবে সেটা না করে তিনি আমাদের কথা বিবেচনা করে ক্লাস নিয়েছেন। এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।’
গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মারুফ হাসান বলেন, ‘আমার স্ত্রীর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে তিন দিনব্যাপী ট্রেনিং ছিল। ফলে সন্তানকে নেওয়ার কোনো সুযোগ ছিল না। অন্যদিকে আমার ক্লাস ছিল। শিক্ষক হিসেবে ক্লাস তো মিস করা যায় না। তাই সন্তানকে নিয়েই ক্লাস করেছি। শিক্ষার্থীরা আমাকে সাহায্য করেছে।’