ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের মধ্যে ২৫তম স্থান অর্জন করবে---এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Saturday, 6 November, 2021 at 12:00 AM, Update: 06.11.2021 12:22:54 AM
২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের মধ্যে ২৫তম স্থান অর্জন করবে---এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ অর্থনীতিতে অনেক ধাপ এগিয়েছে। মাথাপিছু আয় ৫শ’ ডলার থেকে বেড়ে ২৫শ’ ডলার হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনীতিতে বিশ্বের মধ্যে ২৫তম স্থান অর্জন করবে। এ অর্জনকে ধরে রাখতে হলে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করতে হবে।
আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি শুক্রবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা হাইস্কুল মাঠে টনকি, চাপিতলা ও বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশীদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাইয়ুম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ইসমাইল সরকার, বাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ নজরুল, ইউনিয়ন য়ুবলীগের সভাপতি বাবলু আলী খান ও থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিনের উপস্থাপনায় অনুষ্ঠাানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, রুহুল আমিন, আবুল হাসেম, জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি আরো বলেন, আমরা জনগণনের সেবায় রাজনীতি করি। পূর্বে যারা রাজনীতি করতো তারা নিজেরাই আখের গোছাতে ব্যস্ত ছিল। তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসতো। যার ফলশ্রুতিতে জনসেবায় তাদের কোন মনোনিবেশ ছিল না। এরা যেমন অশিক্ষিত ছিল, তেমন অশিক্ষিত নেতাদের নিয়েই রাজনীতি করতো। ১৯৯৫ সালে আমি রাজনীতিতে এসে মুরাদনগরে ভোট ডাকাতি আর চুরি দেখেছি। আমরা ক্ষমতায় এসে রাজনীতিতে আমুল পরিবর্তন এনেছি।