ব্রাহ্মণপাড়ায় সিদলাইয়ে ওকাপের আয়োজনে প্রকল্প অবহিতকরণ সভা
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ) এর আয়োজনে রবিবার সকালে উপজেলার সিদলাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে (ংঃৎবহমঃযবহবফ ধহফ রহভড়ৎসধঃরাব সরমৎধঃরড়হ ংুংঃবস-ংরসং) এর আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিদলাই ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মুহাম্মদের সভাপতিত্বে ও ওকাপের ব্রাহ্মণপাড়ার সুপার ভাইজার মোঃ আজিজুল হক এর প্রকল্প উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি সচিব হালিমা আক্তার, ইউপি সদস্য যথাক্রমে জয়নাল হোসেন জানু, মোঃ রশিদ, মাসুম মিয়া, গিয়াস উদ্দিন, মোঃ এরশাদ মিয়া, আবুল বাশার, সংরক্ষিত সদস্য যথাক্রমে রুবি সুলতানা, মোসা: ছালেহা বেগম, নাছিমা আক্তার, উদ্যোক্তা রুমি আক্তার, ফোরাম সদস্য মান্নান মিয়া,স্পাউস আছমা আক্তার ও আমেনা বেগমসহ ওকাপের কর্মকর্তারা। সভায় বিদেশগামী ও বিদেশ ফেরত সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করে থাকেন।