ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় ৮৪ পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা শারদীয় দূর্গা উৎসবে এসকিউ গ্রুপ ও ফাউন্ডেশন থেকে ৮৪ টি পূজামণ্ডপের জন্য নগদ ৫ হাজার করে প্রতিটি মণ্ডপে দান করেন। এ উপলক্ষে উপজেলা হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ তপন ভৌমিক, সাধারণ সম্পাদক তপন কৃষ্ণ বনিক।
আড্ডা ও ঝলম ইউনিয়নে প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০ হাজার টাকা করে দেন।
এসকিউ ফাউন্ডেশন বরুড়া উপজেলার বিভিন্ন সামাজিক কাজে বিশেষ অবদান রেখে যাচ্ছে। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৮৪ টি পূজামণ্ডপে এ বছর শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করবেন।