ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লি: এর সভাপতিসহ অন্য পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
Published : Monday, 11 October, 2021 at 12:00 AM
সৌরভ  মাহমুদ হারুন, বুড়িচং ||
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আওতাধীন কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি ও অন্যান্য সদস্য পদে আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে গতকাল ১০ অক্টোবর প্রার্থীদের
অনুকূলে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি- ২০২১ এর সভাপতি শাহনাজ পারভিন ও সদস্য যথাক্রমে নুরুন নাহার ও আবদুল্লাহ আল মামুনের যৌথ স্বাক্ষরিত এক পত্রে উক্ত প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সভাপতি পদে ২ জন প্রার্থী এবং সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছে। সভাপতি পদে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন- মো. শরীফুল ইসলাম
ভূঁইয়া প্রাপ্ত প্রতীক ‘ ছাতাথ ও মো. হাবিবুন নবী জামাল প্রাপ্ত প্রতীক ‘চেয়ার’। অন্যান্য সদস্যদের প্রাপ্ত প্রতীক হলো- তফাজ্জল হোসেন প্রাপ্ত প্রতীক ‘মই’, মো. আরিফ সাকিব প্রাপ্ত প্রতীক ‘মোরগ’ মো. আয়েত আলী প্রাপ্ত প্রতীক ‘তালাচাবি’ ও মাজেদা বেগম প্রাপ্ত প্রতীক ‘বই’। এদিকে, বুড়িচং উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লি: এর সভাপতি প্রার্থী মো. হাবিবুননবী জামাল তাঁর প্রাপ্ত প্রতীক ‘চেয়ার’ পাওয়ার পর এলাকার সাহেব সর্দারগণকে নিয়ে উপজেলা বিআরডিবি কার্যালয়ে এক ফটো সেশনে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক
হাজী মাজেদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বাচ্চু, এছাক মেম্বার, আবদুল জলিল, মো. জাকির হোসেন, আ: রহিম, হাজী মফিজুল ইসলাম, মো. মনির হোসেন ভূইয়া, কাদির মেম্বার, মো. জামাল হোসেন মেম্বার, আমিনুল ইসলাম মেম্বার, মেজবাউল হোসেন আসিফ, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন ও সোলেমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া, অপর সভাপতি প্রার্থী মো. শরীফুল ইসলাম ভুইয়া ও তাঁর প্রাপ্ত প্রতীক ‘ছাতা’ প্রাপ্তির পর উপজেলার অন্যান্য সকল ভোটারদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন বলে জানা যায়।