ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন আজ
Published : Saturday, 9 October, 2021 at 12:00 AM, Update: 09.10.2021 1:22:59 AM
বার্ডের বার্ষিক পরিকল্পনা সম্মেলন উদ্বোধন আজআজ ৯ অক্টোবর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন হবে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি। পরিকল্পনা সম্মেলনে একাডেমির পলিসি পেপার উপস্থাপন করবেন বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান, এনডিসি। উদ্বোধনী অধিবেশনে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।