ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ভারেল্লা (দ.) ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান আ’লীগ নেতা নাছির উদ্দীন ভুঁইয়া
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
বুড়িচং ভারেল্লা (দ.) ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চান আ’লীগ নেতা নাছির উদ্দীন ভুঁইয়ানিজস্ব প্রতিবেদক :কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ নং ভারেল্লা (দ.) ইউনিয়ন শিক্ষা কৃষি ও শিল্পে একটি সমৃদ্ধ জনপদ। এ জনপদে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সম্ভাব্য দলীয় প্রার্থী হতে চান বর্তমান ভারেল্লা (দ.) ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দীন ভুঁইয়া। জানা যায়- সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দীন ভুঁইয়া বর্তমান ৯ নং ভারেল্লা (দ.) ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী গোবিন্দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আব্দুর রাজ্জাক ভূঁইয়া একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ নেতা ছিলেন। তিনি ১৯৯৩ সনে এসএসসি ও পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এবং ওই বছরই বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সনে নিমসার কলেজ থেকে জিএস পদে ছাত্রলীগের প্রার্থী পাশাপাশি ভারেল্লা দ. ইউনিয়নে ছাত্রলীগের সহ-সভাপতি পদে ছিলেন। ২০১৭ সনে ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পরবর্তীতে ২০২১ সনে ভারেল্লা (দ.) ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। মেসার্স আল আমিন অটো রাইস মিল, পারুয়ারা ও মেসার্স ভূঁইয়া অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারীসহ বিভিন্ন হসপিটাল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার ও আবিদপুর হাই স্কুল এন্ড কলেজের বিদ্যোৎসাহী সদস্য, পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর ডিরেক্টর হিসেবে ও দাযিত্ব পালন করছেন। করোনা কালীন সময়ে ভারেল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক মানবিক সাহায্য সহযোগিতায় ও হাত বাড়িয়েছেন তিনি। সাবেক ও প্রয়াত আইন মন্ত্রী এড. আবদুল মতিন খসরুর ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন তিনি। বিএনপি বিরোধী আন্দোলনে ও সক্রিয় অংশ গ্রহণ করে ব্যাপক ভূমিকা রাখেন। এক বিবৃতিতে
মোহাম্মদ নাছির উদ্দীন বলেন- বর্তমান সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নসহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, বেকার সমস্যা নিরসন কল্পে ভূমিকা রেখে অত্র ইউনিয়নকে একটি সুন্দর মাদক ও ইভটিজিংমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আপামর সকলের সহযোগিতা কামনা করেন তিনি। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে তিনি প্রার্থী হবেন না হয় নৌকার পক্ষে কাজ করে যাবেন বলে জানান।