অজিত গুহ কলেজে প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের স্বরণসভা অনুষ্ঠিত
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
করোনাকালে
কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয় এর পাঁচ জন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ
এ কে এম আলকাসুর রহমান,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জালাল উদ্দীন, অধ্যাপিকা
বাঁশরী দও,অধ্যাপক জসীম উদ্দিন, প্রদর্শক অজয় কুমার পাল ও অফিস সহকারী
মিজানুর রহমানের মৃত্যুেত বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে স্মরণ সভা
অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। সম্মানিত
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক
মোহাম্মদ শাহাদাত হোসেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক কাজী আবুল বাশার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ
সেলিম রেজা সৌরভ, কলেজের সাবেক অধ্যাপক সমীর মজুমদার, অধ্যাপিকা নাজমা
আহমেদ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ এ কে এম আলকাছু? রহমানের
কন্যা ডাঃ মৌসুমী রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোস্তাক
আহমেদ। ৬ জনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করে স্মরণ সভা উপস্থাপনা করেন শিক্ষক
পরিষদের সম্পাদক মোঃ কামরুর রশীদ। স্মরণ সভা শেষে তাঁদের বিদেহী আত্নার
মাগফিরাত কামনা করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন'কলেজের অবসরপ্রাপ্ত
শিক্ষক,সমাজের গন্যমান্য ব্যক্তি বর্গ,কর্মরত শিক্ষক,কর্মচারী ও
শিক্ষার্থীরা।