ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা অটোরিকসা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা
Published : Thursday, 7 October, 2021 at 12:00 AM, Update: 07.10.2021 1:12:48 AM
কুমিল্লা অটোরিকসা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলা অটোরিকসা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ও হালকাযান ফেডারেশনের শ্রমিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় টমছন ব্রীজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোরিকসা পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ গোলাম ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬৯ ইউনিয়নের সভাপতি হাজী আব্দুল কাদের, আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো আলম হাওলাদার, কুমিল্লা জেলা ৯০৩৮ সংগঠনের সাধারন সম্পাদক মো শহীদুল ইসলাম, ও সাংগঠনিক সম্পাদক ফকির আলমগীর, মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রফ, ১৮৫৯ মালিক সমিতি ঐক্য কল্যান সমিতির সাধারন সম্পাদক বাবুল মিয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা । ঐ সময় শ্রমিক নেতারা বলেন দীর্ঘদিন থেকে শ্রমিকদের অধিকার রক্ষায় সংগ্রাম ও আন্দোলন করে আসছে এই সংগঠন।  মহামারি করোনাকালীন সময়ে শ্রমিকদের নানা রকম সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। তাছাড়াও  শ্রমিকদের বিভিন্ন কল্যানে কাজ করে যাচ্ছে এই সংগঠন। শ্রমিকদের মৃত্যুজনিত সাহায্য, দুর্ঘটনা কবলিত শ্রমিকদের চিকিৎসা সেবাসহ অনুদান দিয়ে আসছে।
কুমিল্লায় কিছু অবৈধ বা ভুইফোর সংগঠন অটোরিক্সা ও অটোপেম্পু চালকদের কাছ থেকে চাঁদা আদায়ে প্রায়তারা করে আসছে। এই সকল ভুইফোর সংগঠনের কাযক্রম বন্ধ না হলে শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে। এই শ্রমিকদের অধিকার আদায়ে সব সময় ফেডারেশনের  পাশে থাকব আমরা। যারা চাঁদাবাজি কারার পায় তারা করছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য হুশিয়ার করা হচ্ছে। যে কোন অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির জন্য তাদেরকে দায় দায়িত্ব নিতে হবে ।