কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় ৩ পুলিশ সদস্যের বদলী ও অবসরজনিত বিদায়ী সংবর্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া থানায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা'র সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এস আই আনোয়ার হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা, এসআই বেলাল হোসেন, শফিকুল ইসলাম, এএসআই কৃষ্ণ সরকারসহ থানার অন্যান্য অফিসার ও পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী পুলিশ কনস্টেবল সফিকুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। অপরদিকে বদলীজনিত বিদায়ী এএসআই আকলিমা বেগমকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।