"সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদ, কৃষি কর্মকর্তা মাহবুবুল হাসান, যুব উন্নমন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে মোস্তফা ছারোয়ার খান, গিয়াস উদ্দিন মাস্টার, গিয়াস উদ্দিন মুহাম্মদ, আবুল কালাম আজাদ ভূইয়া, আনিসুর রহমান রিপনসহ ইউপি সচিব ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে বিভিন্ন আলোচনা ও পর্যালোচনা করা হয়।