ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শাকতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদক বাল্যবিয়ে যৌতুককে লালকার্ড প্রদর্শন
Published : Tuesday, 5 October, 2021 at 12:00 AM
মো. মিজানুর রহমান ||
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাকতলা উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার লাল সবুজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাদক, বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, জঙ্গিবাদ ও নৈতিক মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, লাল সবুজ উন্নয়ন সংস্থার সভাপতি কাউছার আলমসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও শাকতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
লাল সবুজ উন্নয়ন সংস্থার সভাপতি কাউছার আলম জানান, সংগঠনের সদস্যরা টিফিনের টাকা দিয়ে এই সংগঠন তৈরি করেছে, আমরা প্রায় এক হাজার দুইশ স্কুলে মাদক, বাল্যবিবাহ যৌতুককে লালকার্ড প্রদর্শন করেছি। ছাত্র-ছাত্রীদেরকে সংগঠনের পক্ষ থেকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে গাছের চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।