ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিলেন আবি আহমেদ
Published : Monday, 4 October, 2021 at 7:33 PM
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের মতো শপথ নিয়েছেন দেশটির নবনির্বাচিত আবি আহমেদ। আগামী পাঁচ বছরের জন্য তিনি দায়িত্ব নিলেন। যদিও তার সরকার আগের মেয়াদে অনেক চ্যালেঞ্জর মুখে পড়েছিল। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর আল জাজিরার।
চলতি বছরের শুরুর দিকে আবি আহমেদের প্রোসপারিটি পার্টিকে জাতীয় নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। জুন মাসের ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর দল ৪৩৬টি সংসদীয় আসনের মধ্যে ৪১০টি আসনে জয় লাভ করে। তবে ভোট জালিয়াতির অভিযোগ এনে বিরোধীদলগুলো নির্বাচন বর্জন করেছিল। কিন্তু দেশটির বাইরের পর্যবেক্ষকরা নির্বাচনকে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো বলে আখ্যা দেন।
দেশের অভ্যন্তরে সমালোচনা থাকা সত্ত্বেও প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং রাজনৈতিক সংস্কারের জন্য তিনি ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারও পেয়েছেন।