ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছেলের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলার সুযোগ পেলেন শাহরুখ
Published : Monday, 4 October, 2021 at 12:44 PM
ছেলের সঙ্গে মাত্র ২ মিনিট কথা বলার সুযোগ পেলেন শাহরুখমাদককাণ্ডে গ্রেফতার পুত্র আরিয়ান খানের সঙ্গে মাত্র  ২ মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। 

গত পরশু (২ অক্টোবর) মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরিতে এক মাদক পার্টি থেকে আরিয়ানকে আটক ও গতকাল গ্রেফতারের পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে। টেলিফোনে স্বল্প সময়ে তাদের এই কথোপকথনটি হয়। তবে দিনের কোন সময়ে এটি হয়েছে, তা জানায়নি সংবাদমাধ্যমগুলো।

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সূত্রে খবর, কর্মকর্তারা তাকে জেরা করার সময়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন ২৩ বছরের তারকা-সন্তান। জেরার সময়ে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের ছেলেকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। পরোয়ানায় লেখা রয়েছে, ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও নগদ ১,৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে। 

গ্রেফতারের আগে তার জবানবন্দিও ধারণ করেছে ভারতীয় পুলিশ। সেখানে অনুশোচনা প্রকাশ করে আরিয়ান খান বলেন, ‘মাদক নিয়ে ভুল করেছি।’ 

এনসিবি সূত্রে খবর, শাহরুখ পুত্রের সরঞ্জাম থেকেও মাদক উদ্ধার হয়েছে। তার লেন্স রাখার বাক্সে নেশাদ্রব্য পাওয়া গেছে। সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যেও লুকিয়ে রাখা হয়েছিল মাদক। আটকের আগে আরিয়ান চরস খেয়েছিলেন ।

সূত্র: ইন্ডিয়া টুডে