ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সরকারি কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপি
Published : Monday, 4 October, 2021 at 12:00 AM, Update: 04.10.2021 12:31:10 AM
কুমিল্লায় সরকারি কর্মচারীদের ৫ দফা দাবিতে স্মারকলিপিবাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মচারীদের ৫ দফা পূরণের দাবীতে কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, বেতন বৈষম্য নিরসন, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, মূল বেতনের ৪০ শতাংশ ভাতা সহ ৫ দফা দাবী পূরণের জন্য স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, কুমিল্লা জেলা সভাপতি মোঃ আনিছুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রধান সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হানিফ মিয়া, মোঃ আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, সদস্য মোঃ হেলাল উদ্দিন, মোঃ কাউছার, দেলেয়ার হোসেন, হাজী আবদুল কাদের খাঁন প্রমুখ নেতৃবৃন্দ।
দাবী সমূহ (১) নবম বেতন কমিশন গঠন, বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থা ৪০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, (২) সচিবালয়ের সাথে সঙ্গতি রেখে সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, (৩) টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্র্যাচইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ, (৪) বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ ও আউট সোসির্ং এর মাধ্যমে জনবল নিয়োগ এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদান, পাহাড়ী, পর্যটন ও দূর্যোগ ভাতা প্রদান।
এছাড়া বিভিন্ন বিভাগীয় শহরসহ  নারায়নগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সরকারি কর্মচারীগণ বাড়ীভাড়া ভাতা ও যাতায়াত ভাতা আহরণ করলেও কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীগণ সিটি ভাতা পাচ্ছেননা। অন্যান্য সিটি কর্পোরেশনের ন্যায় কুমিল্লা সিটি কর্পোরেশনে অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের মাসিক বাড়িভাড়া ভাতা ও যাতায়াত ভাতা পাওয়ার বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃবৃন্দের পক্ষ দাবী জানানো হয়।