ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেরেও নিজেকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ দাবি করে যা বললেন বিজেপির প্রিয়াঙ্কা
Published : Sunday, 3 October, 2021 at 5:56 PM
হেরেও নিজেকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ দাবি করে যা বললেন বিজেপির প্রিয়াঙ্কাভবানীপুরে টানা হ্যাটট্রিক জয় পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপি-কে হারিয়ে নিজের আগের রেকর্ড ভেঙে দিলেন এই তৃণমূল কংগ্রেস নেত্রী। এদিকে, বড়সড় ব্যবধানে হেরেও নিজেকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ দাবি করলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একইসঙ্গে নিজের দল বিজেপিকে এই হারের জন্য দায়ী করেছেন।

প্রিয়াঙ্কা দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতা এখনও রয়ে গেছে।  তিনি বলেন, কাল একজন সাংবাদিকের খবর দেখছিলাম, সেখানে তার একটা কথা খুব ভালো ভালো লাগল। তিনি বলছিলেন- ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ হয়, তখন যে কোনও একটি দল জেতে। তবে সবসময় এটা জরুরি নয়, যে দল জিতছে, সেই দল থেকেই ম্যান অব দ্য ম্যাচ (ম্যাচের সেরা) হবেন। ম্যাচটা হয়তো আমি হেরেছি। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ আমিই আছি। সেটা আপনারাই বলেছেন।

তারইমধ্যে ভবানীপুরে হারের পর বিজেপির সাংগঠনিক দুর্বলতাও স্বীকার করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তার বক্তব্য, বিজেপিকে সংগঠনের উপর আরও কাজ করতে হবে। ভবানীপুরে বিজেপির সংগঠন মোটেও মজবুত ছিল না। তবে তিনি সর্বস্ব উজাড় করে লড়াই করেছেন। 
সেইসঙ্গে মমতাকে খোঁচা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, আমি ভবানীপুর ছাড়ব না। দিদিকে জয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তাকে প্রণাম জানাই। তবে এটাও বলব যে পরেরবার যদি কাউকে ছাপ্পা ভোট দিতে পাঠান, তাহলে দয়া করে তাকে বাঁচাতে নিজের দলের লোককে পাঠাবেন না। তাহলে সেটায় সংগঠনের ক্ষতি নয়। মানুষ দেখতে পারেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।