ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে নতুন ইউএনও’র যোগদান
শাহীন আলম
Published : Sunday, 3 October, 2021 at 5:54 PM
দেবিদ্বারে নতুন ইউএনও’র যোগদানকুমিল্লার দেবিদ্বারে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে  মো. আশিক উন নবী তালুকদার যোগদান করেছেন। রোববার দুপুর ২টায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) ও মোহাম্মদ গিয়াস উদ্দিন আনুষ্ঠানিকভাবে নতুন ইউএনও আশিক উন নবী তালুকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, সুধী সমাজ।
নতুন ইউএনও মো. আশিক উন নবী ছাত্রজীবনে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট স্কুলে  থেকে ২০০৪ সালে  এসএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন অনুপ্রাণ বিভাগ থেকে ২০১০ সালে অর্নাস ও ২০১১সালে এমএসসি শেষ করে ৩৩তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার হিসেবে সহকারী কমিশনার পদে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
সর্বশেষ তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার পদে (এলএ শাখা) ২০২১  সালের ১১ মার্চ যোগদান করে ৩০অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। পরে গতকাল রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান ভূমি সংস্কার বোর্ডের অধীনে সহকারী (ভূমি) কমিশনার হিসাবে যোগদান করেছেন। নবাগত ইউএনও মো.আশিক উন নবী তালুকদার নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাসিন্দা মো. নুরুন নবী তালুকদারের ছেলে।