ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা অভয় আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন
Published : Sunday, 3 October, 2021 at 12:00 AM, Update: 03.10.2021 1:03:14 AM
কুমিল্লা অভয় আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী উৎসব উদযাপনদীর্ঘ ২০ বছর পর কুমিল্লা অভয় আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার কুমিল্লা অভয় আশ্রম কমিটির নেতৃবৃন্দের আয়োজনে এ জন্মজয়ন্তী উৎসব পালিত হয়।  
মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আশ্রম পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। পরবর্তীতে কেক কেটে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়।
অভয় আশ্রমের সভাপতি সতীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য।
গান্ধীজির ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মতিলাল ভদ্র, অধ্যাপক মিন্টু রঞ্জন কর্মকার, এডভোকেট অশোক কুমার মজুমদার, এডভোকেট জয়দেব চন্দ্র সাহা, ছোটন চন্দ্র দাস, পিংকু চন্দ, চন্দন নাগ, কৃষ্ণ চন্দ্র দে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভয় আশ্রমের সাধারণ সম্পাদক উত্তম কান্তি নাথ। অনুষ্ঠানে রামধনু সঙ্গীত পরিবেশন করেন সবিতা দাস।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য্য ও কোরআন তেলোয়াত করেন অভয় আশ্রম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ছাত্রী সাদিয়া আক্তার।