Published : Sunday, 3 October, 2021 at 12:00 AM, Update: 03.10.2021 1:03:05 AM

ইসমাইল নয়ন।।
দূর্গা দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। এ উৎসবকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পূজা মণ্ডপগুলোতে শেষ সময়ে দিন-রাত প্রতিমা তৈরিতে ব্যস্থ সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে বইছে পূজার আমেজ।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই উৎসবে প্রকৃতিও যেন সেজে ওঠে অনন্য সাজে। শরৎ মানেই যেন আকাশ আর মাটির মেলবন্ধন। ঘন সবুজ কাশের বনে আকাশের কয়েক টুকরো মেঘ যেন উড়ে এসে কাশফুল হয়ে ফুটে থাকে। আশ্বিনের শুক্লপক্ষে দেবী আসেন দশভূজা রূপে সাথে নিয়ে শারদীয় বার্তা সিংহের পিঠে চড়ে। হিন্দু ধর্ম মতে দুর্গতি বা সংকট থেকে রক্ষা করার জন্য তিনি দুর্গা ধরায় নেমে আসেন। অন্য মতানুসারে দুর্গম নামের অসুরকে বধের কারণে তাঁকে দূর্গা নামে ডাকা হয়। আসন্ন পূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে চলছে নানান আয়োজন। বেড়েছে প্রতিমাশিল্পীর ব্যস্ততা। দেবী দূর্গার প্রতিমা তৈরিতে বিভিন্ন মন্দিরে মন্দিরে ও পূজামণ্ডপগুলোতে রাত-দিন কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা।
আগামী ১১ অক্টোবর থেকে পাঁচ দিন ব্যাপী এ উৎসবকে কেন্দ্র করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার পূজা মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শিল্পীরা তাদের নিপুন হাতের ছোঁয়ায় তৈরি করছেন অনিন্দ্য সুন্দর দেব-দেবীর প্রতিমা। ইতিমধ্যে মাটি দিয়ে প্রতিমা গড়ার কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ মুহুর্তের সমাপ্তির কাজ। প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। প্রতিটি মন্দির ও মণ্ডপ পেন্ডেল ও তোরণ নির্মাণ করে সাজানো হচ্ছে নতুন সাজে। প্রস্তুতি চলছে আলোকসজ্জার।
জানা গেছে, এবছর উপজেলার ১৮টি পুজা মন্ডপে দূর্গাপুজা উদযাপিত হবে। এরমধ্যে উপজেলা সদরে ৪টি এবং সাহেবাবাদ ইউনিয়নে ১ টি, মালাপাড়া ইউনিয়নে ১টি, শশীদল ইউনিয়নে ৩টি, চান্দলা ইউনিয়নে ১টি ও মাধবপুর ইউনিয়নে ৮টি পুজা মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। দূর্গাপুজাকে ঘিরে প্রতিটি মন্দিরে পুরোদমে প্রস্তুতি চলছে।
এদিকে পুজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। অপেক্ষা করছেন দেবী দূর্গার আগমনের।