ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভা
রণবীর ঘোষ কিংকর।
Published : Saturday, 2 October, 2021 at 7:43 PM
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সভাকুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। 

অত্যন্ত সুন্দর পরিবেশ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ওই সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সভাস্থলের সামনে সাঁটানো তোরণ, ব্যানার-ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যতিত অন্য কোন নেতা-কর্মীদের ছবি পর্যন্ত ছিল না। এমন পরিবেশে মুগ্ধ হতে দেখা গেছে বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দকে। 

সভার শুরুতে কুমিল্লা-৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, এড. নিজাম-উল হক, জাহাঙ্গীর আলম সরকার, সাংবাদিক শাহজাহান, সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, সহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগ সদস্য মুনতাকিম আশরাফ টিটু প্রমুখ। সভায় চান্দিনা উপজেলা আওয়ামী লীগের কমিটির পুণঃঘঠনের দাবী জানিয়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ সদস্য কাজী গোলম দস্তগীর পাপন। 

সভা শেষে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন জানান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যক্রম আরও গতিশীল করতে এবং প্রতিটি উপজেলা আওয়ামী লীগ আরও তৎপরতার সাথে কাজ চালানোর জন্য পরামর্শ দেওয়া হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মাঝে শৃঙ্খলা রক্ষায় কাজ করার নির্দেশ দেওয়া হয়।