কুমিল্লার দেবিদ্বারে শিশু শিক্ষার্থীদের মাঝে নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা.ফেরদৌস খন্দকারের উদ্যোগে শিক্ষাপকরণ বিতরণ করা হয়েছে।শনিবার সকালে ১৩০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া দায়মিয়া সুফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের হাতে ‘ছোটদের শেখ হাসিনা’ বই কলম, খাতা উপহার দেয়া হয়।
বাংলাদেশে শিক্ষাসেবা ফাউন্ডেশনের দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হুমায়ুন কবির সরকার, পল্লী চিকিৎসক মো. আবদুল বাতেন সরকার, ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো.রেদোয়ান আহম্মেদ মুন্সী, বিদ্যুাৎসাহী সদস্য মো. জাকির হোসেন মুন্সি, সমাজ সেবক মো. হিরন সরকার।
এসময় বক্তারা বলেন, নিউইয়ার্কে থেকেও ডা. ফেরদৌস খন্দকার নিজের দেশের শিক্ষাখাতে অবদান রেখে যাচ্ছেন। নতুন প্রজম্ন যাতে সঠিক শিক্ষা পায় ও ইতিহাস জানতে পারে সে জন্য তিনি উপজেলায় প্রতিটি ইউনিয়নে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এছাড়াও তিনি ক্ষুদে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ, আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাঁর কাছে চির কৃতজ্ঞ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নাছিরুল্লাহ, ডা.ফেরদৌস খন্দকারের স্বেচ্ছাসেবক মো. সাইফুল আলম, স্থানীয় নয়ন সরকার, নাছির উদ্দিন, মিজান মুন্সি কামরুল হাসান প্রমুখ।