ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সদর দক্ষিণে পাওনা টাকার দেয়ার দাবিতে খামারিদের মানববন্ধন
মো. মিজানুর রহমান
Published : Saturday, 2 October, 2021 at 6:09 PM
সদর দক্ষিণে পাওনা টাকার দেয়ার দাবিতে খামারিদের মানববন্ধনপ্রতারণা করে মুরগী খামারির কাছ থেকে টাকা নিয়ে খামারির প্রাপ্য মুরগী না দেয়ার অভিযোগে আজ (২ অক্টোবর) শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজারের প্যারাগন ফিড ডিলার মোহাম্মদ উল্লাহ এর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী খামারিরা। প্রতারণার শিকার খামারিরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মাসুদ পোল্ট্রি ফার্মের মালিক মাসুদ সেলিম।
মাসুদ পোল্ট্রির মালিক মাসুদ সেলিম বলেন, প্যারাগন ফিড ডিলার মোহাম্মদ উল্লাহ ১০ হাজার লেয়ার মুরগী দেয়ার কথা বলে পঞ্চাশ লাখ টাকা নিয়ে যায়। পরবর্তীতে মুরগী না দিয়ে তিন লাখ টাকা ফেরৎ দেয় এবং সাতচল্লিশ লাখ টাকার চেক প্রদান করে। কিন্তু একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে ব্র্যাক ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। এর পর থেকেই মোহাম্মদ উল্লাহ তার লোকজন দিয়ে আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় খামারি রাসেল, সুমন, মোশাররফ, শাহআলম, ইকবাল, মোস্তাক, সাত্তার, জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।