ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী পালন
Published : Saturday, 2 October, 2021 at 12:00 AM, Update: 02.10.2021 1:28:44 AM
কুমিল্লায় কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মণের জন্মবার্ষিকী পালন৩০ ও ৩১ অক্টোবর দুইদিন ব্যাপি শচীন দেববর্মনকে নিয়ে অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেববর্মণের ১১৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল ১ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় তাঁর স্মৃতিবিজড়িত জন্মভিটায় শচীন দেববর্মনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শওকত ওসমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আফজল হোসেন, সোহান সরকার ও রাজন দাস, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া আফরিন, লেখক ও গবেষক আলী হোসেন চৌধুরী, নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, প্রতিবিম্ব থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্যাভিনেতা শাজাহান চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সদস্য হাসান ইমাম মজুমদার, কুমিল্লা জেলার সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ প্রমুখ।
সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ বলেন, গত বছর করোনার কারণে শচীনমেলা হয়নি। এবার ৩০ ও ৩১ অক্টোবর দুই দিনব্যাপী শচীন দেববর্মনকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। শচীনকর্তার জন্ম ও মৃত্যু দিবস অক্টোবর মাসে। ২০১৮ সালে ‘শচীনমেলা’ শুরু হয়। গত বছর করোনার কারণে শচীনমেলা হয়নি।
১৯০৬ সালের ১ অক্টোবর শচীন দেববর্মণ কুমিল্লা নগরের দক্ষিণ চর্থার এই বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি এস ডি বর্মণ নামে পরিচিত। তাঁকে ‘শচীনকর্তা’ নামেও ডাকা হয়। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি মারা যান। শচীনকর্তার এই বাড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামও সংগীত পরিবেশন করতে এসেছিলেন