ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার
Published : Saturday, 2 October, 2021 at 12:00 AM, Update: 02.10.2021 1:29:08 AM
কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৭০ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা এবং ১৪৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর গ্রামের মাস্টারবাড়ির আব্দুল ওয়াদুদ মিয়ার স্ত্রী আয়েশা বেগম।
সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ সিপি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।