‘চ্যানেল আই’ এর ২৩ তম জন্মদিন উদযাপন কুমিল্লায়
Published : Saturday, 2 October, 2021 at 12:00 AM, Update: 02.10.2021 1:29:05 AM

নিজস্ব
প্রতিবেদক:
নানা আয়োজনে কুমিল্লায় দেশের জনপ্রিয় টিভি চ্যানেল ‘চ্যানেল
আই’ এর ২৩তম জন্মদিন উদযাপন করা হয়েছে। টেলিভিশন চ্যানেলটির জন্মদিন
উপলক্ষ্যে ১ অক্টোবর শুক্রবার বিকালে কুমিল্লা রেলস্টেশনে সুবিধাবঞ্চিত
শতাধিক শিশুর হাতে খাবার ও বেলুন তুলে দেয়া হয়। এছাড়া কুমিল্লা রেলস্টেশনের
পথ শিশুদের স্কুল ‘দুর্বার’ এর সকল সদস্য ও ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে
অংশগ্রহণ করে। তারা সবাই সমস্বরে টেলিভিশন চ্যানেলটির জন্মদিনে শুভেচ্ছা
জানানিয়ে শ্লোগান দেয়। অনুষ্ঠানে ‘চ্যানেল আই’ এর কুমিল্লা প্রতিনিধি আবুল
কাশেম হৃদয় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।