Published : Friday, 1 October, 2021 at 12:00 AM, Update: 01.10.2021 1:10:41 AM

বশিরুল ইসলাম:
চান্দিনায় ছাদ থেকে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম আরিফা। সে ঐ উপজেলার গল্লাই ইউনিয়নের কানাইবাড়ী গ্রামের আলাউদ্দিন ও সানজিদার একমাত্র কণ্যা। গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাড়ীর সদস্যদের অজান্তে ছাদে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গত দুই বছর পূর্বে বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে। নতুন করে বারান্দার কাজ চলছিল। বারান্দার সামনের ছাদ ও সিড়ি ভেঙ্গে এই ঘটনাটি ঘটে। শিশুটির একাই ছাদে গিয়েছিল। শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় বিষয়টি তার নজরে পরেনি।