স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখার ২৭ ওয়ার্ডের কর্মীসভা
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM, Update: 01.10.2021 1:10:38 AM

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুমিল্লা মহানগর শাখার অন্তর্গত ২৭টি ওয়ার্ডের কর্মীসভা গতকাল ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথিৱ বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম লিডার চৌধুরী ওয়াহিদুর রহমান চয়ন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সভাপতি শাহাবুদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক তকদীর হোসেন স্বপন,সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহিন,সহ-সাধারণ সম্পাদক সরওয়ার আলম ভূঁইয়া রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার।আমন্ত্রিত অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলেৱ সাবেক সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির,কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ভি পি আবদুল্লাহ। সভা সঞ্চালনায় করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহেদ পান্না।