ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্প পরিবারের মাঝে খাবার বিতরণ
Published : Friday, 1 October, 2021 at 12:00 AM, Update: 01.10.2021 1:10:35 AM
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আশ্রয়ন প্রকল্প পরিবারের মাঝে খাবার বিতরণ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ৩২ পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, সাবান, লবন বিতরণ করেন কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের মেম্বার আলী আশ্বাব, কাশিনগর ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ইসমাঈল হাজারী, কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার আবুল মমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল কালাম, সাধারণ সম্পাদক দুলাল প্রমুখ। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেন। তিনি সেখানে বসবাসরত সকলের খোঁজ খবর নেন। সেই আলোকে আজকে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সকল পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠান জেলা প্রশাসক।