Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM,  Update: 11.08.2021 2:18:23 AM
				
				
			 
			                                                        
নিজস্ব
 প্রতিবেদক: কুমিল্লায় মিয়ামি প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকা-ের ঘটনা 
ঘটেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বড়
 আলমপুর মিয়ামি প্যাকেজিং ফ্যাক্টরির তিন তলা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকা-
 ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কুমিল্লা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। 
কুমিল্লা
 জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, সংবাদ শুনে 
মিয়ামি প্যাকেজিং ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট 
কাজ করে। এক ঘন্টারও বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফ্যাক্টরির ৩য় 
তলায় পরিত্যক্ত মালামাল ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত 
হতে পারে বলেই তাদের ধারনা। তবে সেখানে কোন শ্রমিক ছিল না।