Published : Wednesday, 11 August, 2021 at 12:00 AM,  Update: 11.08.2021 2:18:03 AM
				
				
			 
			                                                        
কুমিল্লা
 জিলা স্কুলের প্রাক্তন শিক্ষক শফিউদ্দীন আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না
 ইলাইহে রাজিউন)। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ
 করেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য স্বজন-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে 
গেছে। অত্যন্ত ন¤্র ও ছাত্রবৎসল শিক্ষক শফিউদ্দীনের মৃত্যুতে জিলা স্কুলের 
বর্তমান/ প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। 
তাঁর
 মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও দেশ বরেণ্য 
সঙ্গীতশিল্পী আসিফ আকবর। তিনি জানান, প্রতিদিন শোকমিছিলে সমাবেত হচ্ছি 
আমরা। গতকাল চলে গেলেন শ্রদ্ধেয় শফিউদ্দীন স্যার। কুমিল্লা জিলা স্কুলের 
ইতিহাসে আমার দেখা সবচেয়ে নরম মনের স্যার তিনি।  
শফিউদ্দীন স্যার ছিলেন
 একজন শান্ত মেজাজের ছাত্রবৎসল শিক্ষক। মুখে একটা স্বর্গীয় হাসি লেগেই 
থাকতো। স্যার চলে গেলেন আল্লাহর কাছে। প্রকৃতির নিয়মে সবাইকেই একদিন যেতে 
হবে। ক্রমবর্ধমান অভদ্র সোসাইটি থেকে একজন সব্যসাচী শিক্ষক বিদায় নিলেন। 
শ্রদ্ধেয় শফিউদ্দীন স্যারের আত্মার শান্তি কামনা করি।