তিতাসে ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
প্রতিনিধি তিতাসঃ
কুমিল্লার তিতাসে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নি¤œ আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তিতাস উপজেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশে ও অর্থায়নে উপহার হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক নি¤œ আয়ের মানুষের মাঝে খাবারসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিতাস উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, সহ-সভাপতি সৈয়দ নূরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফারহাতুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার, জাহিদ মিয়া, শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ অনেকেই। ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান তুষার বলেন সেলিমা আহমাদ মেরী এমপি মহোদয়ের অর্থায়নে এবং নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।