চেয়ারম্যানদের সহযোগিতা চাইলেন স্বাস্থ্য সহকারীরা
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
তিতাস প্রতিনিধি ঃ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সর্বসাধারণের মাঝে মহামারী করোনার ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা চাইলেন স্বাস্থ্য সহকারীরা। ভ্যাকসিন প্রদানের উপর গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য সহকারীদের ট্রেনিং চলাকালীন সময়ে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার। এসময় স্বাস্থ্য সহকারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন, টিকা প্রদানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের নিকট নিবন্ধন কার্যক্রমে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা চাইলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকারের সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সরফরাজ হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) কে এম আবু নওশাদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুরনবী ও সাতানী ইউপি চেয়ারম্যান সামছুল হক সরকার প্রমুখ। টেইনার ডাঃ এমদাদুল হক শুভ বলেন, করোনা ভ্যাকসিন প্রদানের জন্য ইতি মধ্যে আমাদের মাইক্রো প্লান তৈরী করা হয়েছে। চলতি মাসের ৭ তারিখ হতে প্রতিটি ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবেএবং টিকা গ্রহণকারীদের এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন দেখে তাদের বয়স নিশ্চিত হয়ে টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান বলেন, প্রতিটি ওয়ার্ডে একটি কেন্দ্রে তিনটি বুথ থাকবে এবং প্রতিটি বুথে প্রতিদিন দুই শত জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার স্বাস্থ্য সহকারীদের আস্বস্ত করে বলেন জনসাধারণের মাঝে ভ্যাকসিন প্রদানকালে উপজেলা পরিষদ থেকে স্বাস্থ্য সহকারীদের সর্বপ্রকার সহযোগিতা করা হবে।
ছবির ক্যাপশনঃ তিতাসে করোনা ভ্যাকসিন প্রদানের উপর স্বাস্থ্য সহকারীদের ট্রেনিং চলাকালীন সময়ে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও অন্যান্যরা।