বরুড়ায় অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দিবে আবুল খায়ের গ্রুপ
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। বাড়ি বাড়ি জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এস কিউ গ্রুপ ১৫০ অক্সিজেন সিলিন্ডার ও বিভিন্ন সামাজিক সংগঠন শতাধিক অক্সিজেন সিলিন্ডার দিয়ে বরুড়ার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। অক্সিজেনর স্বল্পতার কথা শুনে বরুড়া জোরপুকুড়িয়া গ্রামের কৃতী সন্তান উপ সচিব, পরিচালক বিডা প্রধানমন্ত্রী কার্যালয় কর্মরত মোঃ শাহআলম দেশের অন্যতম প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপকে অনুরোধ করে বরুড়া উপজেলা মানুষের জন্য প্রতিদিন যে কয়টি অক্সিজেন সিলিন্ডার খালি হবে সে কয়টি অক্সিজেন সিলিন্ডার রিফিল করে দিবে।
মোঃ শাহআলম এর উদ্যেগকে বরুড়ার আপামর জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। প্রতিদিন ৫০/৬০ টি অক্সিজেন সিলিন্ডার গেলেও রিফিল করে দেবে আবুল খায়ের গ্রুপ।