ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রী উপহার  ব্রাহ্মণপাড়ায় অক্সিজেন সিলিন্ডার ও মাক্স প্রদান
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
ইসমািল নয়ন।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি কর্তৃক প্রদত্ত অক্সিজেন সিলিন্ডার, সাবান ও মাক্স গতকাল রবিবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রদান করা হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার, ১০ হাজার মাক্স ও ১শ টি সাবান প্রদান করা হয়েছে।  বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জালাল মোল্লার সভাপতিত্বে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি রিফাত আসমা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন নান্নু, শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগের নেতা মশিউর আলম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক খোরশেদ আলম, মোঃ রফিকুল ইসলাম মাষ্টার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বসির আহাম্মদ সরকার, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক সুমন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।