ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
কুমিল্লা জেলার অন্যতম বিদ্যাপিঠ ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী অনার্স ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা সমাজকর্ম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০৩ জনই প্রথম শ্রেণিতে (সিজিপি ৩ বা অধিক পেয়ে ৪.০০ মধ্যে) উত্তীর্ণ হয়। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ কলেজে অনার্স শিক্ষাবর্ষ কার্যক্রম শুরু হয়ে অদ্যাবধি সুনামের সাথে অনার্স কোর্স সমূহ পরিচালিত হয়ে আসছে। অতীতের সকল ফলাফলের ধারাবাহিক সাফল্য রক্ষা করে এ বছরও শতভাগ পাসসহ প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।
শতভাগ পাসের সাফল্যে কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, এ কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী এবং শিক্ষকম-লীর নিরলস পরিশ্রম, গভর্নিং বডি, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আমরা প্রতিবছরের ন্যায় সাফল্যের ধারাবাহিতা রক্ষা করতে পেরেছি। এখানে উল্লেখ্য যে, কলেজে ব্যবস্থাপনা বিষয়, মাস্টার্স বিষয়, অনার্স বিএ (পাস), বিবিএস (পাস) কোর্স, উচ্চমাধ্যমিক শাখা ও উচ্চমাধ্যমিক বিএম শাখা অত্যান্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চমাধ্যমিক ও বিএ কোর্স খোলার প্রক্রিয়াধীন রয়েছে।