ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রধানমন্ত্রীর উপহার  বুড়িচং অক্সিজেন সিলিন্ডার সাবান ও মাক্স প্রদান
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
কুমিল্লা -৫ (বুড়িচং - ব্রাহ্মণপাড়া)  আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন বলেছেন, করোনাকালীন সংকটময় সময় যে কোন মানুষ বিনা চিকিৎসায় ঔষধ না খেয়ে যেন মৃত্যু বরণ না করে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। দেশ জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ব্যবস্থা রেখেছেন। তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, এসময় সব মানুষ সরকারি দিক নির্দেশনা মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে সকলে নিরাপদে থাকব। রোববার দুপুরে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি কর্তৃক প্রদত্ত অক্সিজেন সিলিন্ডার, সাবান ও মাক্স  বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
বুড়িচং উপজেলা পরিষদ চত্ত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ম্যুরালের সামনে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মীর হোসেন মিঠুর হাতে।
বুড়িচং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার, ১০ হাজার মাক্স ও ২শ  সাবানসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।  
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জালাল মোল্লার সভাপতিত্বে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, বুড়িচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ বেতা মশিউর রহমান সোহাগ, শিল্পপতি মোঃ মনির হোসেন সরকার ও শিল্প পতি মোঃ মামুনুর রশীদ সরকার ।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, মোঃ সাজ্জাদ হোসেন মাষ্টার, মোঃ আব্দুস সাত্তার মাষ্টার, যুবলীগ নেতা মোঃ সোহেল আহমেদ রানা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এম নাসির উদ্দিন, উপজেলা ছাত্র লীগের প্রস্তাবিত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সুমন প্রমুখ।