ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আজ থেকে আবারো করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু
Published : Tuesday, 13 July, 2021 at 12:00 AM, Update: 13.07.2021 12:08:15 AM
আজ থেকে আবারো করোনা টিকা প্রদান কার্যক্রম শুরুতানভীর দিপু:
কুমিল্লায় আজ থেকে আবারো করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। সিভিল সার্জন কার্যালয় এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিটি বুথে প্রতিদিন অন্তত দুই শ’ জনকে মডার্নার টিকা দেয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এই টিকা কার্যক্রম উদ্বোধনের কথা জানিয়েছেন। সিটি কর্পোরেশনের বাসিন্দারা ছাড়া অন্যরা মডার্নার টিকা পাবেন না। এছাড়াও স্বাস্থ্য বিভাগ বলছে যারা এর আগে নিবন্ধন করে কোভিশিল্ড এর জন্য কেন্দ্রের এসএমএস পেয়েছেন তারা এই মডার্না টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না। কিন্তু যারা নিবন্ধন করেছেন কিন্তু এখনো কেন্দ্র নিশ্চিত করে এসএমএস পাননি তারা এই টিকার জন্য আগে নিবন্ধন্ধনকারীরার অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস পাবেন। জানা গেছে, কুমিল্লায় এপর্যন্ত ৫ লাখ ৩৫ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এরমধ্যে ভারতীয় কোভিশিল্ড ৪ লাখ ২৯ হাজার ডোজ এবং চীনা সিনোফার্ম এর ১ লাখ ৬ হাজার ডোজ এবং মডার্নার ১৩ হাজার ২শ ডোজ। কুমিল্লা সিটির বাসিন্দারা মডার্নার টিকা পাবেন এবং সিনোফার্ম এর ভ্যাকসিন গুলো কুমিল্লার বিভিন্ন উপজেলাগুলোতে পাঠানো হয়েছে। এদিকে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে ভ্যাকসিন নিয়েও মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে দিন দিন। সিটি কর্পোরেশন ছাড়াও বিভিন্ন উপজেলার বাসিন্দারাও  টিকা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত। সবচেয়ে বেশি আগ্রহীরা হলেন বিদেশগামীরা সিভিল সার্জন কার্যালয় ও বিভিন্ন মাধ্যমে তারা টিকা নেবার নির্দেশিকা নিয়ে জানতে চাচ্ছেন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, ইতিমধ্যে ভ্যাকসিনের জন্য সুরক্ষা এ্যাপসে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক যারাই ভ্যাকসিন নেয়ার মত যোগ্য তারা যেন নিবন্ধন করেন এবং টিকা কার্যক্রম শুরু হলে নিকটস্থ কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে নেন।