ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন কার্যক্রম বাস্তবায়নে সর্বাতœক চেষ্টা
Published : Wednesday, 23 June, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লা লালমাই উপজেলায় জমির খাজনা ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস। এটি বাস্তবায়ন হলে লালমাই উপজেলার ৪৭ হাজার ভূমি হোল্ডিং মালিক ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে কিংবা দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ভূমি উন্নয়ন কর প্রদান এবং দাখিলা গ্রহন করতে পারবেন। জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন ২০২১ইং এর পর থেকে প্রচলিত পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে। এর অংশ হিসেবে লালমাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব কার্যক্রম বাস্তবায়নে সর্বাতœক চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে মৌজাওয়ারী ভূমি মালিকদের তথ্য অনলাইনে এন্ট্রি করন কার্যক্রম বাড়ী বাড়ী গিয়ে বিনা খরচে করা হচ্ছে ।
বিভিন্ন মৌজায় ক্যাম্প করে আউট সোর্সিং এ নিয়োগকৃতদের মাধ্যমে অনলাইনে রেজিষ্ট্রেশনের কাজ করানো হচ্ছে। অনলাইন ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে জমির খতিয়ানের কপি, পূর্ববর্তী দাখিলার কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস অথবা মৌজা ক্যাম্প গুলোতে যোগাযোগের জন্য মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার-প্রচারনা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, কোন টাকা পয়সা ছাড়া অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম বাস্তবায়নে সর্বাতœক চেষ্টা চালানো হচ্ছে, নির্ধারিত সময়ে শতভাগ সম্ভব না হলেও অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব হবে। অনলাইন ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশনের গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, রেজিষ্ট্রেশন করা না হলে ভূমি মালিকদের ভূমি উন্নয়ন কর প্রদানে জটিলতা সহ ভূমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মূখীন হওয়ার আশংকা রয়েছে। একারণে তিনি এই উপজেলার সকল ভূমি মালিকদের সরকার নির্ধারীত সময়ের মধ্যে বিনা খরচে অনলাইন রেজিষ্ট্রেশনের আহবান জানান।