বুড়িচংয়ে গাছ পড়ে আ’লীগ নেতার মৃত্যু
Published : Wednesday, 23 June, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গ্রামের হাবিবুর রহমান টুনু (৬৫) নামের এক বৃদ্ধের উপর গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি খাড়া তাইয়া গ্রামের মৃত হাহী হায়দার আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।
নিহতের ভাতিজা মামুনুর রশীদ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর খাড়াতাইয়া গ্রামের মৃত হাজী হায়দার আলীর ছেলে হাজী মোঃ হাবিবুর রহমান টুনু মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় নিজ গ্রামের ঈদগাহের পূর্ব পাশে জমিতে গাছ কাটার সময় একটি গাছের ডাল তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মহানগরীর মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।