তিতাসে আ.লীগের প্রতিবাদ সভা
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয় আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক টিটু,সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী কাইয়ুম। এসময় বক্তারা বলেন, বিভিন্ন ফেক ও নামে বেনামে ফেইসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকদের বিরুদ্ধে অপপ্রচার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা বলেন, আমরা যখন কমিটি গঠন করি উপজেলাসহ উক্ত ইউনিয়ন আলীগের নেতাকর্মীদের নিয়ে সকলের সমন্বয়ে কমিটি গঠন করেছি। এখানে কোন বিএনপি, জামায়ায়েত বা অন্য কোন দলের লোকদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়নি। যারা ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দিয়ে উক্ত ইউনিয়ন আ.লীগের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে আহবান করবো উপজেলাসহ ইউনিয়ন নেতাদের নিয়ে কোন ভুলত্রুটি থাকলে সমাধান করার জন্য। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধরণ সম্পাদক এবং বিভিন্ন শ্রেণি পশোর লোকজন উপস্থিত ছিলেন। ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি হাজী লোকমান বলেন আমার বিরুদ্ধে ফেসবুকে যে অভিযোগ তোলা হয়েছে, আমার অজান্তে আমার মেয়ে হয়তো কোনো কিছু শেয়ার করে থাকতে পারে এর জন্য দুঃখিত। ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আঃছাত্তার বলেন, আমি ছোটকাল থেকেই আওয়ামীলীগের নেতাদের সাথে চলি এবং সকল প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছি, বিগত সময়ে দলের কোনো পদ চাইলেও আমাকে দেয়নি। ৭/৮মাস পূর্বে আমাকে আমার ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।