ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ||
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ কার্যক্রম দ্বিতীয় পর্যায়ে উদ্বোধনের দিনে কুমিল্লার বরুড়া উপজেলা ৭০ টি  ঘর প্রদান করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। এসময় উপকার ভোগীদের মাঝে ঘরে চাবি ও দলিল পত্র হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র বকতার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর রাশেদুজ্জামান রাশেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদারসহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও উপকার ভোগী ঠিকানা পাওয়া মানুষগণ।
উপকার ভোগীরা দুই শতাংশ ছবি, দুই রুম বিশিষ্ট একটি ঘর ও দশ পরিবারের জন্য একটি করে সাব মার্সিবল কল  পাবেন। পর্যায়ক্রমে মোট ১৭০ জন ভূমিহীন পরিবার ঘর পাবেন।