মুজিববর্ষ উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘর প্রদান
Published : Monday, 21 June, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মহান স্বাধীনতা অর্জনের পর সর্বপ্রথম জাতির পিতাই দেশের গৃহহীন ও ভূমিহীন - ছিন্নমূল অসহায় মানুষের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। সে ধারাবাহিকতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ের উদ্বোধন করেন। রবিবার বেলা ১১টায় সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২য় পর্যায়ে ব্রাহ্মণপাড়ায় শতাধিক ঘরের মাঝে ৪০টি ঘর বুঝিয়ে দেন উপজেলা প্রশাসন। বাকি ৬০টি ঘর পর্যায়ক্রমে বুঝিয়ে দেয়া হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামূল হক।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকার সভাপতিত্বে উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রিফাত আসমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান যথাক্রমে সুলতান আহাম্মদ, মোস্তবা আলী শাহিন, মোস্তফা সারোয়ার খান, গিয়াস উদ্দিন মাষ্টার, হাজী জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন মুহাম্মদ, আবুল কালাম আজাদ,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ ইউনুছ মিয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।