ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়াবা সহ টিক্কা রাসেল আটক
মানিক দাস
Published : Sunday, 20 June, 2021 at 8:10 PM, Update: 20.06.2021 8:12:43 PM
ইয়াবা সহ টিক্কা রাসেল আটকচাঁদপুর জেলা গোয়েন্দা ( ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে। 
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ টানটু সাহার নেতৃত্বে এসআই মোঃ ইমাম হোসেন এএসআই মোঃ মিজানুর রহমান সঙ্গিয় সদস্যদের নিয়ে ২০ জুন রবিবার  বিকাল ৪ টায় চাঁদপুর মডেল থানার উত্তর শ্রীরামদী রেলওয়ে ক্লাব রোডস্থ রকেট ঘাটস্থ লিজা স্টোরের পূর্ব পার্শ্বের রাস্তার উপর থেকে একই এলাকার গাজী বাড়ির মাদক ব্যবসায়ী রাসেল গাজী প্রকাশ টিক্কা রাসেল (২৫)কে ২০(বিশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক টিক্কা রাসেলের বিরুদ্ধে আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।