চাঁদপুরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ৪০ মি.মি
মানিক দাস
Published : Sunday, 20 June, 2021 at 8:07 PM, Update: 20.06.2021 8:12:07 PM
বর্ষার মৌসুম শুরুতেই মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের দেয়া তথ্য মতে, রোববার ২০ জুন চাঁদপুরের গত ২৪ ঘন্টায় ভোর ৬ টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৬ মি.মি ও সকাল ৬ টায় ৪০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে । এ ছাড়াও বেলা ১২ টায় সব্বোর্চ ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ম ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামি তিনদিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরগুলোয় নেই কোনো সতর্ক সংকেত। অন্যদিকে ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে দেশের অভ্যন্তরীণ নৌবন্দরে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী অবস্থায় রয়েছে ।