ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রিটেনে কোভিড টিকা নেওয়া প্রথম পুরুষ উইলিয়াম শেকসপিয়রের মৃত্যু
Published : Wednesday, 26 May, 2021 at 7:47 PM
ব্রিটেনে কোভিড টিকা নেওয়া প্রথম পুরুষ উইলিয়াম শেকসপিয়রের মৃত্যুবিখ্যাত নামের অধিকারী ৮১ বছর বয়সী উইলিয়াম শেকসপিয়র যুক্তরাজ্যে করোনাভাইরাসের অনুমোদিত টিকা নেওয়া প্রথম পুরুষ হিসেবে সংবাদ শিরোনামে এসেছিলেন গতবছর, মস্তিষ্কের রক্তক্ষরণে কয়েক মাস হাসপাতালে থাকার পর গত সপ্তাহে তার মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রি ইউনিভার্সিটি হসপিটালে গত বছর ৮ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন শেকসপিয়র।

অনুমোদন পাওয়ার পর যুক্তরাজ্যেই প্রথম এ টিকা দেওয়া শুরু হয়। শেকসপিয়রের আগে এ টিকা পেয়েছিলেন ৯০ বছর বয়সী মার্গারেট কিনান।

গতবছর স্ট্রোক করার পর ওই হাসপাতালেই ভর্তি ছিলেন শেকসপিয়র। গত বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয় বলে শেকসপিয়রের বন্ধু কভেন্ট্রির কাউন্সিলর জাইন ইনেস জানান।

হাসপাতালের মাধ্যমে দেওয়া বিবৃতিতে শেসপিয়রের স্ত্রী জয় বলেন, করোনাভাইরাসের টিকা পাওয়া প্রথম ব্যক্তিদের একজন হতে পেরে তার স্বামী খুবই কৃতজ্ঞ ছিলেন।

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের নামধারী এই ব্যক্তির টিকা নেওয়ার খবর সে সময় সংবাদপত্রে আলোচনার জন্ম দেয়। তাকে বর্ণনা করা হয় অনুপ্রেরণাদায়ী একজন ব্রিটিশ নাগরিক হিসেবে।

জয় বলেন, “এটা ছিল এমন এক বিষয়, যা নিয়ে দিনি গর্ব বোধ করতেন। মিডিয়ায় খবরগুলো দেখে তিনি ভাবতেন, এটা হয়ত অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

“এটা নিয়ে তিনি প্রায়ই অনেকের সঙ্গে কথা বলতেন, যেখান থেকে সম্ভব সবাইকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দিতেন।”

বিবিসি লিখেছে, এক সময় রোলস রয়েসে চাকরি করা আধুনিক কালের এই শেকসপিয়র ছিলেন একজন সৌখিন চিত্র গ্রাহক এবং জ্যাজ সঙ্গীতের ভক্ত। স্থানীয় কমিউনিটির জন্যও তিনি কাজ করেছেন তিন দশকের বেশি সময় ধরে।

৫৩ বছরের সংসারের সঙ্গী জয় ছাড়াও দুই ছেলে এবং নাতি-নাতনিদের রেখে গেছেন উইলিয়াম শেকসপিয়র।