ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঝড়ের তাণ্ডবে শিমুলিয়া ফেরিঘাটে পন্টুন বিচ্ছিন্ন
Published : Wednesday, 26 May, 2021 at 7:43 PM
ঝড়ের তাণ্ডবে শিমুলিয়া ফেরিঘাটে পন্টুন বিচ্ছিন্নঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রচণ্ড ঢেউয়ের চাপে ভেঙে গেছে শিমুলিয়া ২নং ফেরিঘাটের পন্টুন। এদিকে ঝড়ের কারণে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে বুধবার ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের মেরিন কর্মকর্তা আলী আহাম্মেদ জানান, সকাল থেকে নদী উত্তাল থাকায় প্রবল ঢেউয়ের কারণে ২নং পন্টুনটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোর থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।