ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘করোনাকালে অসহায় মানুষের পাশে আছে নুরুল হক ফাউন্ডেশন’
Published : Wednesday, 5 May, 2021 at 1:29 AM
‘করোনাকালে অসহায় মানুষের পাশে আছে নুরুল হক ফাউন্ডেশন’নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউসার জামান বাপ্পি বলেছেন, ‘করোনাকালের প্রাথমিক পর্যায় থেকেই কুমিল্লায় নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুমিল্লার প্রতিটি ওয়ার্ডে অসচ্ছল মানুষদের কাছে আমরা সহায়তা পৌঁছৈ দিচ্ছি। শুধু করোনা মহামারী নয়, এর আগে থেকেও আমরা দরিদ্র অসহায় মানষদেরকে সহায়তা করে আসছি। নুরুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে আসছি। আবার অনেক অক্ষম ভালো লোকদেরকে আমরা হজেও পাঠাই।’
তিনি বলেন, ‘নুরুল হক ফাউন্ডেশনের ফেসবুক পেইজে একটি নাম্বার দেয়া আছে। এই করোনাকালে অনেক নিম্নমধ্যবিত্ত মানুষ আছেন, যারা লোকলজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারেন না। তারা যদি ওই নাম্বারে যোগাযোগ করেন, আমাদের ফাউন্ডেশনের কর্মী এবং স্বেচ্ছাসেবী যারা আছেন- তারা গিয়ে রাতের আঁধারে ওইসব ব্যক্তিদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসছে। করোনার প্রথম পর্যায়ে আমরা প্রায় দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। টাকাও দিয়েছি।’

‘করোনাকালে অসহায় মানুষের পাশে আছে নুরুল হক ফাউন্ডেশন’কাউসার জামান বাপ্পি বলেন, ‘করোনার দ্বিতীয় ধাপেও আমরা অসচ্ছল, দরিদ্র মানুষদের জন্য সহায়তা কার্যক্রম শুরু করেছি। সামনে ঈদ, আমরা শুধু অসহায় দরিদ্র মানুষ নয়, যারা নিম্নমধ্যবিত্ত পরিবার আছেন- এখন কর্মহীন অবস্থায়; আমরা তাদেরকেও ফাইন্ডআউট করছি। আমাদের কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদেরকে খোঁজে আমরা রাতের আধাঁরে ঈদ সামগ্রী দিয়ে আসবো।’
তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে প্রথমবার যখন দেশে লকডাউন হলো তখন প্রায় সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেকে ব্যক্তিগতভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মাঝখানে যখন সবকিছু ঢিলেঢালাভাবে চলছিলো, জীবন যাত্রাও স্বাভাবিক হয়ে আসলো। কিন্তু দ্বিতীয় ধাপে যখন আবার প্রাদুর্ভাব বাড়তে থাকলো তখন আবার সবাই সহযোগিতা বাড়িয়ে দিচ্ছে। সেভাবে হয়তো তা প্রচার হচ্ছে না কিংবা অনেকে প্রকাশ করছেন না; কিন্তু সহযোগিতা অব্যাহত আছে। আমরাও দিয়ে যাচ্ছি; পাবলিসিটি করছি না। এরকম আরো সংগঠন আছে প্রচারহীনভাবেই দিচ্ছে।’
কাউসার জামান বাপ্পী বলেন, যার যার অবস্থান থেকে অসহায়, দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিৎ। সরকারও চেষ্টা করছে, সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে আরেকটি বিষয় মাথায় রাখা উচিৎ- নিম্ন আয়ের মানুষেরা যদি করোনা আক্রান্ত হয়ে পড়ে, তখন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা। কারণ এবার নিম্ন আয়ের মানুষেরাও আক্রান্ত হচ্ছে। হসপিটালগুলোতে জায়গা পাওয়া যাচ্ছে না, সেজন্যও প্রস্তুতি নিয়ে রাখা উচিৎ। আমরাও চেষ্টা করছি। নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করেছি, অক্সিজেন সিলিন্ডার যেনো আমরা পর্যাপ্ত মজুদ রাখতে পারি। আমরা যেনো এসব মানুষের পাশে অন্তত অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে দাঁড়াতে পারি।
তিনি বলেন, বরাবরের মতো এবারও আমরা অসহায়, নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবো। কুমিল্লা শহরের ও আশপাশের অন্তত তিন হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। এজন্য আমরা টিমও গঠন করেছি। নগরীর ২৭টি ওয়ার্ড ছাড়াও আমাদের নিজস্ব কিছু জায়গা আছে, ঈদের আগেই সব জায়গাতেই আমাদের টিম সহায়তা সামগ্রী পৌঁছে দিবে।
উল্লেখ্য, কুমিল্লার কৃতী সন্তান মরহুম আলহাজ্ব নুরুল হকের নামে কুমিল্লায় ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় নুরুল ফাউন্ডেশন। কাউসার জামান বাপ্পি এ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আলহাজ্ব নুরুল হক বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কুমিল্লা বিসিকে তিনি ‘স্কাইল্যাব ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ নামে একটি ওষুধ কোম্পানী প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি কুমিল্লায় আরো অনেক প্রতিষ্ঠান করেছেন এবং অনেক সামাজিক প্রতিষ্ঠানে তাঁর অবদান আছে।