ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোশানের নায়িকা বুবলী
Published : Monday, 3 May, 2021 at 5:34 PM
রোশানের নায়িকা বুবলীচিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে ‘রিভেঞ্জ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের খবর দিলেন প্রযোজক মোহাম্মদ ইকবাল।

অনুরাগ ট্রেডার্সের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন ইকবাল। যিনি মূলত প্রযোজক হিসেবেই পরিচিত; পরিচালক হিসেবে এবার আত্মপ্রকাশ করছেন তিনি।

জানুয়ারিতে ‘রিভেঞ্জ’সহ ‘ফাইটার’ও ‘গুলশানের চামেলী’ শিরোনামে তিনটি চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিয়েছিলেন তিনি। ছবিগুলোতে নায়ক হিসেবে রোশানকে আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সোমবার ইকবাল বলেন, “এর মধ্যে রিভেঞ্জ’ ছবিতে রোশানের নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন শবনম বুবলী।”

সোমবার সন্ধ্যায় ছবির মহরতের আয়োজন করা হয়েছে বলে জানান ইকবাল। ২০ মে থেকে ছবির দৃশ্যধারণ শুরু হবে।

এর আগে বুবলী ও রোশান জুটি ‘চোখ’ নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন; ছবিটির কাজ এখনও চলছে।

এটি ছাড়াও শাকিব খানের বিপরীতে ‘লিডার’ শিরোনামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী; ছবিটি পরিচালনা করছেন তরুণ পরিচালক তপু খান। ছবিটির দৃশ্যধারণ এখনও শুরু হয়নি।